প্রশ্ন
ইয়াহুদীরা দাবি করে থাকে যে, তারাই মিল্লাতে ইবরাহীমের প্রকৃত অনুসারী। তাদের এ বক্তব্য কতটুকু সঠিক? দলিলের আলোকে জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইয়াহুদীদের নবী-শিক্ষার বিরোধিতা ও নবীদের শানে চরম ধৃষ্টতা ইতিহাসের পাতায় পাতায় সংরক্ষিত রয়েছে। এ কারণেই কুরআনে তাদেরকে অভিশপ্ত জাতি হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন-
ﻏَﻴﺮِ ﺍﻟﻤَﻐﻀُﻮﺏِ ﻋَﻠَﻴﻬِﻢْ ﻭَﻻَ ﺍﻟﻀَّﺎﻟِّﻴﻦَ
‘তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।’ [সূরা ফাতিহা, আয়াত: ৭]
তাফসীরকারকদের মতে উল্লিখিত আয়াতে মাগযুব আলাইহিম এবং যাল্লিন দ্বারা ইয়াহুদী এবং নাসারারা উদ্দেশ্য। [তাফসীরে তাবারী, সূরা ফাতিহা, আয়াত: ৭]
তাই কোনোক্রমেই তারা মিল্লাতে ইবরাহীমের প্রকৃত অনুসারী হতে পারে না। বরং, মিল্লাতে ইবরাহীমের প্রকৃত অনুসারী হলো উম্মতে মুহাম্মাদী। কারণ, তাওহিদ, রিসালাত ও আখেরাতের যে পয়গাম নিয়ে রাসূলগণ এসেছিলেন, তার ধারাবাহিকতা শেষ হয় রাসূল (সা.) পর্যন্ত। যে কারণে ইসলামে সকল নবী-রাসূলের উপর ঈমান আনা আবশ্যক। তাই মিল্লাতে ইবরাহীমের প্রকৃত অনুসারী উম্মতে মুহাম্মাদী, ইয়াহুদীরা নয়।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন,
وَ اِذِ ابۡتَلٰۤی اِبۡرٰہٖمَ رَبُّہٗ بِکَلِمٰتٍ فَاَتَمَّہُنَّ ؕ قَالَ اِنِّیۡ جَاعِلُکَ لِلنَّاسِ اِمَامًا ؕ قَالَ وَ مِنۡ ذُرِّیَّتِیۡ ؕ قَالَ لَا یَنَالُ عَہۡدِی الظّٰلِمِیۡنَ
‘আর স্মরণ কর, যখন ইবরাহীমকে তার রব কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করলেন, অতঃপর সে তা পূর্ণ করল। তিনি বললেন, আমি তোমাকে মানুষের জন্য নেতা বানাব। সে বলল, আমার বংশধরদের থেকেও? তিনি বললেন, ‘যালিমরা আমার ওয়াদাপ্রাপ্ত হয় না।’ [সূরা বাকারা, আয়াত: ১২৪]
اِنَّ اَوۡلَی النَّاسِ بِاِبۡرٰہِیۡمَ لَلَّذِیۡنَ اتَّبَعُوۡہُ وَ ہٰذَا النَّبِیُّ وَ الَّذِیۡنَ اٰمَنُوۡا ؕ وَ اللّٰہُ وَلِیُّ الۡمُؤۡمِنِیۡنَ
‘নিশ্চয় মানুষের মধ্যে ইবরাহীমের সবচেয়ে নিকটবর্তী তারা, যারা তার অনুসরণ করেছে এবং এই নবী (মুহাম্মাদ) ও মুমিনগণ। আর আল্লাহ মুমিনদের অভিভাবক।’ [সূরা আলে ইমরান, আয়াত: ৬৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4467/article-details.html