প্রশ্ন
মুসলিম রাষ্ট্রের সংবিধানে কোন কোন বিষয়গুলো সুস্পষ্টভাবে উল্লেখ থাকা উচিত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামের কিছু মৌলিক বিষয় এমন রয়েছে, যেগুলো যেকোনো মুসলিম রাষ্ট্রের সংবিধানে থাকা আবশ্যক। এগুলো রদবদল করার অধিকার কারো নেই। যদি কোনো সংবিধানে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা না হয়, তাহলে সেটা ইসলামি সংবিধানরূপে গণ্য হবে না। বিষয়গুলো এই:
১। প্রকৃত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তাই আল্লাহর হুকুমের খেলাফ করার অধিকার মানুষের নেই।
২। কুরআন ও সুন্নাহের খেলাফ কোনো আইন পাশ করা যাবে না বা কোনো নির্বাহী আদেশও দেওয়া যাবে না।
৩। সরকারের মূল উদ্দেশ্য হবে ইনসাফ প্রতিষ্ঠা করা, ফেতনা-ফাসাদ দূর করা ও মানুষ যেন নির্বিঘ্নে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করা।
৪। রাষ্ট্রের সকল পদ ও সম্পদকে আমানতদারি মনে করে প্রকৃত হকদারের কাছে তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা।
৫। একক মতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। বরং শুরাভিত্তিক পরিচালনা করতে হবে।
৬। জাতীয়তার ভিত্তিতে ঐক্য গড়ে তুলতে হবে। সকল প্রকার জাহেলি যুগের বিভেদকে ঝেড়ে ফেলে দিয়ে মুসলমানদের পারস্পরিক ঐক্যকে সুদৃঢ় করতে হবে।
৭। রাষ্ট্রপ্রধানকে পুরুষ, মুসলমান, সত্যবাদী এবং ইলম ও আমলে যোগ্যতাসম্পন্ন হতে হবে।
৮। রাষ্ট্রের সকল জনগণকে যথাযথভাবে তাদের মৌলিক, মানবিক ও ধর্মীয় অধিকার প্রদান করতে হবে।
৯। অপরাধ প্রমাণিত হলেই শাস্তি প্রদান করা যাবে। এছাড়া নয়।
১০। ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে বিচারবিভাগকে যাবতীয় প্রভাব থেকে মুক্ত রাখতে হবে।
১১। অসহায় ও বিকলাঙ্গ লোকদের জীবনোপকরণের পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি যৌথ সম্পদের যথাযথ বন্টনের ব্যবস্থা করতে হবে।
১২। জনগণ বৈধভাবে যে সকল সম্পদের মালিক হয়েছে, সেগুলো অন্যায়ভাবে কেড়ে নেওয়া যাবে না।
১৩। জনগণের উপর এমন ট্যাক্স বা দায়িত্ব চাপিয়ে দেওয়া যাবে না, যা তাদের সাধ্যাতীত।
১৪। জনগণের জন্য যথাযথ শিক্ষার ব্যবস্থা করতে হবে, যেন ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষায়ও পারদর্শী হয়ে উঠতে পারে।
১৫। মুসলিম অধিবাসীরা যে সকল অধিকার ভোগ করবে, অমুসলিম অধিবাসীদেরও সে সকল অধিকার দিতে হবে।
১৬। ইসলামি বিধি মোতাবেক জিহাদের দায়িত্ব কার্যকর করতে হবে।
১৭। যে সকল অমুসলিম রাষ্ট্র মুসলমানদের প্রতি বিদ্বেষ রাখে না, তাদের সাথে সন্ধিপূর্ণ সম্পর্ক অবলম্বন করা যেতে পারে।
১৮। অন্যান্য দেশকে যে অঙ্গীকার দেওয়া হবে, তন্মধ্যে বৈধগুলো পূরণ করতে হবে।
১৯। অমুসলিমদেরকে এমন কোনো গুরু দায়িত্ব দেওয়া যাবে না, যা মুসলমানদের রাষ্ট্রীয় রহস্যের সাথে সংশ্লিষ্ট।
২০। সংবিধানের যে সকল বিষয় কুরআন-সুন্নাহ থেকে গৃহীত, তা কোনোক্রমেই পরিবর্তন করা যাবে না।
আসসিয়াসাতুল ইসলামিয়্যাহ পৃ: ৩৮২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4459/article-details.html