প্রশ্ন
সাধারণত আমরা দোয়া শেষ করে চেহারায় হাত মুছি। এটাতে কি কোনো সমস্যা আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, দোয়ার সময় হাত তুলে দোয়া করা এবং দোয়ার শেষে চেহারায়া হাত মোছাতে কোনো সমস্যা নেই। বরং এটি দোয়ার আদব।।
হাদিস শরিফে এসেছে-
عن السائب بن يزيد ، عن أبيه ، أن النبي صلى الله عليه وسلم كان إذا دعا فرفع يديه مسح وجهه بيديه
‘রাসূল (সা.) যখন হাত তুলে দোয়া করতেন তখন দুই হাত দিয়ে চেহারা মুছতেন।’ [আদদাওয়াতুল কাবীর, বায়হাকী, হাদিস: ১৭৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4451/article-details.html