প্রশ্ন
কোন সময়ে দোয়া করলে বেশি কবুল হয়? হাদিস শরিফে দোয়া কবুলের বিশেষ কোনো মুহূর্তের কথা উল্লেখ আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, হাদিস শরিফে দোয়া কবুলের বিশেষ কিছু মুহূর্তের কথা উল্লেখ আছে। যেমন আজান-ইকামতের মাঝে দোয়া কবুল হয় বলে হাদিস শরিফে উল্লেখ আছে। [সুনানে আবু দাউদ, হাদিস: ৫২১]
আরেক হাদিসে আছে-
عن أبى أمامة قال : قيل: يا رسول الله أي الدعاء أسمع ؟ قال جوف الليل الآخر، ودبر الصلوات المكتوبات . هذا حديث حسن
‘আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.)-কে জিজ্ঞাসা করা হলো, কোন দোয়া বেশি কবুল হয়? তখন তিনি বললেন, শেষ রাতের দোয়া এবং ফরজ নামাজের পরে কৃত দোয়া।’ [সুনানে তিরমিযি, হাদিস:৩৪৬৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4449/article-details.html