প্রশ্ন
মহিলাদের জন্য কবর যেয়ারতে যাওয়ার হুকুম কী? পরিপূর্ণ পর্দা রক্ষা করে কবর যেয়ারতে গেলে কোনো অসুবিধা হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মহিলারা অতিমাত্রায় সংবেদনশীল এবং কোমল হৃদয়ের অধিকারী। কবরস্থানে গিয়ে শরিয়তবিরোধী নানা রকম কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার দরুন ফিতনা হতে পারে।
হাদিস শরিফে এসেছে, আবু হুরায়রা (রা.) বলেন,
‘রাসূল (সা.) কবর যেয়ারতকারী মহিলাদের উপর লানত করেছেন।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১০৫৬]
এ জন্য ইসলামি আইনবিদগণ মহিলাদেরকে কবর যেয়ারতে যেতে নিষেধ করেছেন। তবে শরিয়তবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকলে মহিলাদের জন্য পরিপূর্ণ শরয়ি পর্দা রক্ষা করে কবর যেয়ারতের সুযোগ রয়েছে। সেক্ষেত্রেও না যাওয়াই ভালো। বরং তারা ঘরে বসেই মৃত ব্যক্তির জন্য ঈসালে সওয়াব করবে।
আল বিনায়াহ ৩/২৬১, রদ্দুল মুহতার ২/২৪২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4431/article-details.html