প্রশ্ন
আমি শুনেছি, মুমূর্ষু অবস্থায় রোগীর সামনে একটি সূরা পড়লে রোগীর মৃত্যু-যাতনা লাঘব হয়। এরকম কোনো কথা কুরআন হাদিসে আছে কি? থাকলে সূরাটি কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মুমূর্ষু অবস্থায় রোগীর সামনে সূরা ইয়াসীন পড়ার কথা হাদিস শরিফে বর্ণিত হয়েছে। মাকিল ইবনে ইয়াসার (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন-
عن معقل بن يسار أن رسول الله صلى الله عليه و سلم قال اقرؤوا على موتاكم يس
‘তোমরা তোমাদের মৃতদের উপর সূরা ইয়াসীন পড়।’ [সুনানে নাসায়ী, হাদিস: ১০৯১৩]
আবু হাতেম (রহ.) বলেন, এখানে মৃত বলতে মুমূর্ষু ব্যক্তি উদ্দেশ্য। [সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৩০০২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4425/article-details.html