প্রশ্ন
হারাম মানে কী? শরিয়তে কোন বিষয়গুলোকে হারাম বলা হয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হারাম বলা হয় ইসলামে যে সকল বিষয় অকাট্যভাবে নিষিদ্ধ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
عَنْ عَامِرٍ قَالَ سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ
‘হালাল সুস্পষ্ট এবং হারাম সুস্পষ্ট।’ [সহিহ বুখারি, হাদিস: ৫২]
এই হাদিস থেকে বুঝা যায়, শরিয়তে হারামগুলোকে সুস্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে। আর জীবনের প্রতিটি ক্ষেত্রেই হালাল-হারাম রয়েছে।
সুতরাং সব মুসলমানেরই এই হারামগুলো থেকে বেঁচে থাকা জরুরি। এবং যে সকল বিষয় হারামের দিকে নিয়ে যায় তা থেকেও বেঁচে থাকা জরুরি।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4411/article-details.html