প্রশ্ন
আমি শুনেছি, মুসাফিরের দোয়া নাকি বিশেষভাবে কবুল হয়। এ ব্যাপারে কোনো হাদিস আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, মুসাফিরের দোয়া বিশেষভাবে কবুল হওয়ার ব্যাপারে বিভিন্ন হাদিস গ্রন্থে একটি হাদিস বর্ণিত হয়েছে।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন-
عن أبى هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن : دعوةالوالد ، ودعوة المسافر ، ودعوة المظلوم
‘তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয়।
১। সন্তানের জন্য পিতার দোয়া।
২। মুসাফিরের দোয়া।
৩। মজলুমের দোয়া। [সুনানে আবু দাউদ, হাদিস:১৫৩৫, সুনানে তিরমিযি, হাদিস: ৩৫০৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4395/article-details.html