প্রশ্ন
কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাহলে তার করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রোগী দেখতে যাওয়া অনেক বড় সওয়াবের কাজ। হাদিস শরিফে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো রোগীকে সেবা করতে যায়, আকাশ থেকে একজন আহ্বানকারী তাকে লক্ষ করে বলেন, তুমি মুবারক হও এবং মুবারক হোক তোমার এই পদচারণা। তুমি জান্নাতে নিজ আবাস তৈরি করে নিলে। [ইবনে মাজাহ, হাদিস: ১৪৪৩]
তবে কেউ যদি রোগী দেখতে যায় তাহলে তার জন্য নিম্নোক্ত বিষয়গুলি খেয়াল রাখা চাই।
১। রোগীর সামনে গিয়ে রোগীর জন্য দোয়া করা। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন, কোনো মুসলমান রোগী দেখতে গিয়ে এই দোয়াটি সাতবার পাঠ করলে মৃত্যুরোগ ছাড়া সব রোগ থেকে সে মুক্তি পাবে ইনশা আল্লাহ। দোয়াটির উচ্চারণ- “আসআলুল্লাহাল আজীম, রাব্বাল আরশিল আজীম আনইয়াশফিয়াক”। [আবু দাউদ ২/৮৬]
অন্য হাদিসে আছে, রাসূল (সা.) অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে বলতেন, “লা বা’সা তাহুরুন ইনশা আল্লাহ”। [সহিহ বুখারি ১/৫১১]
২। রোগীর সামনে তার রোগকে বড় করে না দেখানো। এতে রোগী মানসিকভাবে কষ্ট পায়। এবং অনেক সময় রোগ বেড়ে যাওয়ারও আশঙ্কা থাকে। বরং এমনভাবে কথা বলবে যেন, রোগী সান্ত্বনা পায়।
৩। রোগীর সামনে বেশি সময় অবস্থান না করা। এতে অনেক সময় রোগীর কষ্ট হয়।
হাদিস শরিফে এসেছে, আনাস (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) ইরশাদ করেন, ‘রোগী দেখার সময় হলো উটের দুধ দোহনের সময়পরিমাণ অর্থাৎ সামান্য সময়। [শুআবুল ঈমান ৬/৫৪২]
৪। রোগীর কাছে দোয়া চাওয়া। কারণ রোগীর দোয়া সহজেই কবুল হয়ে থাকে।
হাদিস শরিফে এসেছে, উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, তোমরা কোনো রোগীকে দেখতে গেলে তার কাছে নিজের জন্য দোয়া চাও। কারণ তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতোই। [ইবনে মাজাহ, হাদিস:১৪৪১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4321/article-details.html