প্রশ্ন
চুরি করা কেমন গুনাহ? এটি কি সগীরা গুনাহ না কবীরা গুনাহ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
চুরি করা হারাম ও মারাত্মক কবিরা গুনাহ। কারণ এতে অন্যের হক নষ্ট করা হয়। চুরির কারণ সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন-
وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ
‘তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ কর না।’ [সূরা বাকারা, আয়াত: ১৮৮]
চুরি করা এত মারাত্মক গুনাহ যে, আল্লাহ তাআলা কুরআন মাজিদে এর শাস্তি হিসেবে হাত কেটে ফেলা নির্ধারণ করে দিয়েছেন।
ইরশাদ হচ্ছে-
وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِنَ اللَّهِ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
‘আর পুরুষ চোর ও নারী চোর তাদের উভয়ের হাত কেটে দাও তাদের অর্জনের প্রতিদান ও আল্লাহর পক্ষ থেকে শিক্ষণীয় আযাবস্বরূপ। আর আল্লাহ মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’ [সূরা মায়েদা, আয়াত: ৩৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4261/article-details.html