প্রশ্ন
কেউ নিহত হলে হত্যাকারী থেকে কিসাস কি নিহত ব্যক্তির উত্তরাধিকারি গ্রহণ করবে? এ ব্যাপারে ইসলাম কী বলে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়তে যদিও কিসাস গ্রহণের অধিকার নিহত ব্যক্তির উত্তরাধিকারিগণের। কিন্তু তা করতে হলে অবশ্যই আদালতের শরণাপন্ন হতে হবে। তা প্রয়োগ করার অধিকার একমাত্র রাষ্ট্র ও আদালতের। কেননা, কোন অবস্থায় কিসাস আবশ্যক হয় এবং কোন অবস্থায় হয় না, এ সম্পর্কে অনেক সূক্ষ্ম দিক রয়েছে, যা সবার পক্ষে নির্ণয় করা সম্ভব নয়। তাই ফেকাহবিদগণের সর্বসম্মত অভিমত অনুযায়ী কিসাসের হক আদায় করতে হলে আদালতের শরণাপন্ন হতে হবে।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْأُنْثَى بِالْأُنْثَى فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ وَأَدَاءٌ إِلَيْهِ بِإِحْسَانٍ ذَلِكَ تَخْفِيفٌ مِنْ رَبِّكُمْ وَرَحْمَةٌ فَمَنِ اعْتَدَى بَعْدَ ذَلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌ
‘হে মুমিনগণ, নিহতদের ব্যাপারে তোমাদের উপর ‘কিসাস’ ফরয করা হয়েছে। স্বাধীনের বদলে স্বাধীন, দাসের বদলে দাস, নারীর বদলে নারী। তবে যাকে কিছুটা ক্ষমা করা হবে তার ভাইয়ের পক্ষ থেকে, তাহলে সততার অনুসরণ করবে এবং সুন্দরভাবে তাকে আদায় করে দেবে। এটি তোমাদের রবের পক্ষ থেকে হালকাকরণ ও রহমত। সুতরাং এরপর যে সীমালঙ্ঘন করবে, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব।’ [সূরা বাকারা, আয়াত: ১৭৮]
হাদিসে এসেছে,
عن أبي هريرة قال: أتي بسارق إلى النبي صلى الله عليه وسلم فقالوا: يا رسول الله , إن هذا سرق فقال ما إخاله سرق فقال السارق: بلى يا رسول الله , قال اذهبوا به فاقطعوه
‘আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন এক চোরকে রাসূল (সা.) এর কাছে হাজির করা হল। লোকেরা বলতে লাগলো, হে আল্লাহর রাসূল (সা.), এই ব্যক্তি চুরি করেছে। রাসূল (সা.) বললেন, আমি মনে করি না যে, সে চুরি করেছে। তখন চোরটি বলল, হে আল্লাহর রাসূল (সা.), হ্যাঁ (আমি চুরি করেছি)। রাসূল (সা.) বললেন, তাকে নিয়ে যাও ও তার হাত কর্তন কর।’ [শরহু মাআনিল আছার, হাদিস: ৪৯৭৪; সুনানে কুবরা লিল বায়হাকি, হাদিস: ১৭২৫৪]
তাফসিরে কুরতুবি ৩/৬৬; মাআরিফুল কুরআন পৃ: ৯১; আশশারহুল কাবির ১০/১২১; বাদায়েউস সানায়ে ৭/৫৭; হেদায়া ২/৫১১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4255/article-details.html