প্রশ্ন
আমি শুনেছি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে নাকি রিযিক বৃদ্ধি পায়। কথাটা কতটুকু সঠিক? সহিহ হাদিসের আলোকে জানতে চাই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে রিযিক বৃদ্ধি পায় কথাটি সঠিক। একটি সহিহ হাদিসে এটি এসেছে। এছাড়াও কুরআন-হাদিসে আত্মীয়তার সম্পর্ক রক্ষার জোর নির্দেশ দেওয়া হয়েছে। হাদিসটি হল,
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ “ مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ، وَأَنْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ ”.
‘আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল (সা.)-কে বলতে শুনেছি, যে লোক তার জীবিকা প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৯৮৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4236/article-details.html