প্রশ্ন
আমি জানি যে, ঈদে মিলাদুন্নবী পালন করা বিদআত। কিন্তু আমার এক বন্ধু আমাকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফেসবুকে ও মোবাইলে শুভেচ্ছা জানিয়েছে। এখন আমি কী তাকে প্রতি উত্তরে শুভেচ্ছা জানাতে পারবো?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঈদে মিলাদুন্নবী পালন করা শরিয়তে এক নব উদ্ভাবিত বিষয়। কুরআন-হাদিসের সাথে যার কোনো সম্পর্ক নেই। তাই তা পালন করা সুস্পষ্ট বিদআত ও নাজায়েয। সুতরাং তার শুভেচ্ছা জানানো কিংবা প্রতিউত্তরে শুভেচ্ছা জানানোও জায়েয হবে না।
রাসূল (সা.) ইরশাদ করেছেন,
‘যে ব্যক্তি হেদায়েতের দিকে আহ্বান করে সে ব্যক্তি যে যে তাকে অনুসরণ করবে তাদের সওয়াবও পাবে। এতে করে তাদের সওয়াব সামান্যটুকুও কম করা হবে না। আর যে ব্যক্তি কোন ভ্রষ্টতার দিকে আহ্বান করে সে ব্যক্তি যে যে তার অনুসরণ করবে তাদের সকলের গুনাহ বহন করবে। এতে করে তাদের গুনাহতে কমতি করা হবে না।’ [সহিহ মুসলিম, হাদিস: ৪৮৩১]
ইমাম নববী এই হাদিসের ব্যাখ্যায় বলেন,
‘যে ব্যক্তি হেদায়েতের দিকে আহ্বান করে সে ব্যক্তি তার অনুসারীদের সমপরিমাণ সওয়াব পাবে। আর ভ্রষ্টতার দিকে আহ্বান করলে সে ব্যক্তি তার অনুসারীদের সমপরিমাণ গুনাহ বহন করবে। হেদায়েত কিংবা ভ্রষ্টতা সে নিজেই এটাকে প্রথমবার শুরু করুক কিংবা আগে থেকেই চালু থাকুক– বিধান এক। অনুরূপভাবে এটা কোন জ্ঞান শিক্ষা দেয়ার ক্ষেত্রে হোক কিংবা কোন ইবাদতের ক্ষেত্রে হোক কিংবা কোন শিষ্টাচারের ক্ষেত্রে হোক কিংবা অন্য কিছু হোক– বিধান এক।’ [শরহুন নববী ১৬/২২৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4188/article-details.html