প্রশ্ন
বিভিন্ন সময় পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের ব্যাপারে অনেক ফযিলতের কথা শুনি। আমি এমন দুয়েকটি ফযিলত রেফারেন্সসহ জানতে চাই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের ব্যাপারে কুরআন-হাদিসে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এর অনেক ফযিলতের কথাও কুরআন-হাদিসে বর্ণিত হয়েছে।
হাদিস শরিফে এসেছে-
‘মুআবিয়া ইবনে জাহিমা আস-সালামী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.) এর নিকট উপস্থিত হয়ে বললাম, হে আল্লাহর রাসূল! আল্লাহর সন্তোষ লাভের এবং আখেরাতে জান্নাত প্রাপ্তির আশায় আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। তিনি বলেন: তোমার জন্য দুঃখ হয়, তোমার মা কি জীবিত আছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেন: ফিরে গিয়ে তার সেবাযত্ন করো। এরপর আমি অপর পাশ থেকে তাঁর নিকট এসে বললাম, হে আল্লাহর রাসূল! আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখেরাতে জান্নাত লাভের আশায় আপনার সাথে জিহাদে যেতে চাই। তিনি বলেন: তোমার জন্য দুঃখ হয়, তোমার মা কি জীবিত আছে? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! হ্যাঁ। তিনি বলেন, তুমি ফিরে যাও এবং তার সেবাযত্ন করো। এরপর আমি তাঁর সম্মুখভাগে এসে বললাম, হে আল্লাহর রাসূল! আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখেরাতে জান্নাত লাভের আশায় আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। তিনি বলেন: তোমার জন্য দুঃখ হয়, তোমার মা কি জীবিত আছে? আমি বললাম, হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ! তিনি বলেন: তোমার জন্য আফসোস! তার পায়ের কাছে পড়ে থাকো, সেখানেই জান্নাত।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২৭৮১]
অন্য হাদিসে এসেছে-
আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলাম, আল্লাহর নিকট কোন আমল সর্বাধিক প্রিয়? তিনি বললেন, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া। আমি বললাম, তারপর কী? তিনি বললেন, পিতা-মাতার সেবা করা। বললাম, তারপর কী? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। [সহিহ বুখারি, হাদিস: ৫২৭]
আরেক হাদিসে এসেছে-
আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) বলেন-
رِضَى الرَّبِّ فِى رِضَى الْوَالِدِ وَسَخَطُ الرَّبِّ فِى سَخَطِ الْوَالِدِ
‘পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতার ক্রোধে আল্লাহর ক্রোধ।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১৮৯৯]
এ ছাড়াও পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের ফযিলতের বিষয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4178/article-details.html