প্রশ্ন
ইসলামে একজন খলিফার দায়িত্ব কী? তিনি কী কী কাজ আঞ্জাম দিবেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
খেলাফত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। কুরআন-হাদিস থেকে একজন খলিফার দায়িত্ব ও কর্তব্যের সুন্দর রূপ রেখা ফুটে উঠে।
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন,
الَّذِينَ إِنْ مَكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ
‘আমি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করলে তারা সালাত কায়েম করবে, যাকাত দিবে এবং সৎ কাজের আদেশ করবে ও অসৎ কার্য হতে নিষেধ করবে। সকল কাজের পরিণাম আল্লাহর ইখতিয়ারে।’ [সূরা হজ্জ, আয়াত: ৪১]
অন্য আয়াতে ইরশাদ হচ্ছে,
يَادَاوُدُ إِنَّا جَعَلْنَاكَ خَلِيفَةً فِي الْأَرْضِ فَاحْكُمْ بَيْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعِ الْهَوَى فَيُضِلَّكَ عَنْ سَبِيلِ اللَّهِ
‘হে দাউদ, নিশ্চয় আমি তোমাকে যমীনে খলিফা বানিয়েছি, অতএব তুমি মানুষের মধ্যে ন্যায়বিচার কর আর প্রবৃত্তির অনুসরণ করো না, কেননা তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে।’ [সূরা সোয়াদ, আয়াত: ২৬]
রাসূল (সা.) ইরশাদ করেছেন,
عن أبي سعيدٍ الخدري رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من رأى منكم منكرًا، فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه
‘আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, তোমাদের মধ্য থেকে যে কেউ অন্যায় হতে দেখলে হাতের সাহায্যে তা বদলে দিবে। যদি সেই সামর্থ্য না থাকে, তাহলে মুখের সাহায্যে। যদি সেই সামর্থ্যও না থাকে, তাহলে মনে মনে সেটাকে ঘৃণা করবে।’ [সহিহ মুসলিম, হাদিস: ৭৮]
উপরোক্ত আলোচনা থেকে একজন খলিফার দায়িত্ব ও কর্তব্যের সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। নিম্নে তা উল্লেখ করা হল,
১. নামাজ কায়েম করা।
২. যাকাত প্রদান তথা যথাযথ ক্ষেত্রে এর প্রয়োগ করা।
৩. সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা।
৪. ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
আসসিয়াসাতুল ইসলামিয়্যাহ পৃ: ১৮০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4162/article-details.html