প্রশ্ন
ঐতিহাসিক হুদাইবিয়া সন্ধির শর্তগুলো কী ছিল? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
৬ষ্ঠ হিজরিতে মুসলমান ও মক্কার কাফেরদের মাঝে সংঘটিত হয়েছিল ঐতিহাসিক হুদাইবিয়া সন্ধি। এতে যেসকল শর্তারোপ করা হয়েছিল, বাহ্যিকভাবে তা মুসলমানদের জন্য মানহানীকর মনে হলেও কুরআনে একে ফাতহে মুবিন তথা স্পষ্ট বিজয় বলে আখ্যায়িত করা হয়েছে। নিম্নে শর্তগুলো উল্লেখ করা হল,
১. মুসলমানগণ এবছর উমরা না করেই ফিরে যাবে।
২. পরবর্তী বছর উমরার জন্য মক্কায় তিনদিন অবস্থান করতে পারবে।
৩. মক্কায় প্রবেশের সময় বর্শা বা ফলা আনতে পারবে না। তবে আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তলোয়ার আনতে পারবে।
৪. কুরাইশ ও মুসলমানদের মাঝে আগামী দশ বছর যুদ্ধ বন্ধ থাকবে।
৫. কুরাইশদের কেউ মদিনায় আশ্রয় নিলে তাকে ফেরত দিতে হবে। কিন্তু মদিনার কোনো মুসলমান মক্কায় আশ্রয় নিলে তাকে ফেরত দেওয়া হবে না।
৬. যে কেউ মুসলমান বা কুরাইশদের সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ হতে পারবে।
৭. মক্কায় বসবাসরত মুসলমানদের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে।
৮. মক্কার ব্যবসায়ীরা নিরাপদে মদিনা দিয়ে সিরিয়া, মিশর প্রভৃতি দেশে ব্যবসা করতে যেতে পারবে।
৯. উভয় দলই একে অপরের সম্পদকে সম্মান করবে।
[সিরাতে ইবনে হিশাম ৩/২৬৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4125/article-details.html