প্রশ্ন
মহিলারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে কি? এ ব্যাপারে ইসলামের বিধান কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বাভাবিক অবস্থায় মহিলার জেহাদে অংশ গ্রহণ করবে না। তবে আমির বা খলিফার অনুমতিক্রমে পিপাসার্তদের পানি পান করানো বা আহতদের সেবা করার জন্য তারা যুদ্ধের ময়দানে যেতে পারবে।
রাসূল (সা.) ইরশাদ করেন,
عن أنسٍ قال: كان رسولُ الله -صلَّى الله عليه وسلم- يغزو بأم سُليم، ونسْوةٍ من الأنصارِ ليَستقِينَ الماءَ ويُداوِينَ الجَرحَى
‘আনাস (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল (সা.) উম্মে সুলাইম (রা.) কে যুদ্ধে নিয়ে যেতেন। আর আনসারি মহিলারাও সঙ্গে যেতেন। তারা সৈনিকদের যুদ্ধক্ষেত্রে পানি পান করাতেন এবং আহত সৈনিকদের চিকিৎসা করতেন।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২৫৩১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4107/article-details.html