প্রশ্ন
কোনো ব্যক্তি ব্যবসার নিয়তে অপরকে কিছু টাকা দিয়ে বলল, আমাকে মুনাফা দিতে হবে না বরং আমার সংসারের খরচাদি দিতে হবে এবং মূলধনও পরিশোধ করতে হবে। তা শরিয়ত মোতাবেক বৈধ হবে কিনা?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নিজের মাল অন্যের ব্যবসায় লাগানোর শরিয়তসম্মত পদ্ধতি হলো, মাল একজনের কাজ আরেকজনের এবং প্রথমেই লাভের অংশ অর্ধেক বা শতকরা হারে নির্দিষ্ট কোনো অংশ ধার্য করে নেওয়া।
হিসাব করার পর যদি লাভ হয় তাহলে অনুপাতিক হারে লাভ পাবে। আর যদি ক্ষতি হয় তাহলে মালের মালিকই ক্ষতি বহন করবে। দ্বিতীয় পক্ষ ক্ষতির কোনো অংশ নেবে না।
আর যদি দুজনের মাল দিয়ে ব্যবসা হয় তাহলে চুক্তি অনুসারে লাভের ভাগ হবে আর ক্ষতি হলে মূলধনের অনুপাতে ক্ষতির ভাগ হবে।
প্রশ্নে আপনি যা লিখেছেন এতে বোঝা যায়, লাভের কোনো অংশ নির্ধারণ করেননি। তদুপরি মূলধন স্থিতিশীল থাকার শর্তও তার সঙ্গে জড়িত। এমতাবস্থায় এরূপ চুক্তি শরিয়তসম্মত নয়। আপনার সংসারের খরচ দেওয়ার শর্ত সুদের অন্তর্ভুক্ত হওয়ায় তা অবৈধ।
আলহিদায়া ৩/২৫, আলফাতাওয়াল হিন্দিয়া ৪/২৮৮ আদদুররুল মুখতার ৫/২৪৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4057/article-details.html