প্রশ্ন
শরিয়তের পরিভাষায় ইন্স্যুরেন্স শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থ কী? প্রচলিত ইন্স্যুরেন্সের পাশাপাশি আমাদের দেশে যে ইসলামী ইন্স্যুরেন্স পদ্ধতি চালু আছে তা কতটা শরিয়তসম্মত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইন্স্যুরেন্স শব্দের আভিধানিক অর্থ হলো গ্যারান্টি দেওয়া, নিশ্চয়তা প্রদান করা।
পরিভাষায় ইন্স্যুরেন্স হলো এক ধরনের অর্থ লেনদেনের চুক্তি, যাতে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে তার ক্ষতিপূরণ দেওয়ার গ্যারান্টির ভিত্তিতে টাকা গ্রহণ করা হয়। আমাদের দেশে প্রচলিত ইন্স্যুরেন্সের পাশাপাশি ইসলামী ইন্স্যুরেন্স নামে যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তারা শরিয়ত মোতাবেক পরিচালনার দাবি করলেও এ দাবি বিজ্ঞ মুফতীদের বিবেচনায় সম্পূর্ণ সঠিক বলে স্বীকৃতি পায়নি বিধায় তা বর্জনীয়।
কারণ ইন্স্যুরেন্সের মধ্যে সুদ ও জুয়ার সমন্বয় ঘটে। সুদ তো এর সকল পদ্ধতি পলিসিতেই আছে। কারণ ইন্স্যুরেন্সের নামে সঞ্চিত অর্থ অনেকটা ঋণের মতো। আর এতে প্রদত্ত মুনাফা হলো সময় ও বিরতির বিনিময়। এটাকে সুদ বলে।
আর যদি লাইফ ইন্স্যুরেন্স হয় তখন তাতে জুয়াও পাওয়া যায়। কারণ অর্থ পাওয়া না পাওয়া এখানে এমন একটি বিষয়ের উপর নির্ভরশীল যার অস্তিত্ব ও অনস্তিত্ব অস্পষ্ট। একেই ইসলামী ফকীহগণ খাতার এবং মুখাতারা বলেছেন। আর যে সকল লেনদেনে এই মুখাতারা রয়েছে সে সকল লেনদেনকেও জুয়ার অন্তর্ভক্ত বলে উল্লেখ করেছেন।
আততামীন ওয়া আহকামুহু, পৃ. ৩৫, ফাতাওয়া উলামা বালাদিল হারাম, পৃ. ৮০৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4031/article-details.html