প্রশ্ন
মেয়েদের জন্য সব সময় হাতে মেহেদির আলামত রাখা উত্তম না মাঝেমধ্যে মেহেদি ব্যবহার করা উত্তম?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিস শরিফে মেয়েদের হাতে মেহেদির আলামত রাখতে উৎসাহিত করা হয়েছে ।
হাদিস শরিফে এসেছে, হযরত আয়েশা (রা.) বলেন রাসূল (সা.) ‘মেয়েদের হাতে মেহেদির আলামত না থাকা অপছন্দ করতেন।’ [সুনানে কুবরা, বাইহাকী ৭/৫০৯]
মেহেদি না থাকলে মেয়েদের হাত পুরুষের হাতের মতো হয়ে যায়- যা শরিয়তে অপছন্দনীয়।
এজন্য উলামায়ে কেরাম মেয়েদের হাতে মেহেদি ব্যবহার করা মুস্তাহাব বলেছেন। ইমাম শাফেয়ী (রহ.)- এর মতে যে মহিলার স্বামী রয়েছে তার জন্য সব সময় হাতে মেহেদির আলামত রাখা মুস্তাহাব।
মেহেদি সংক্রান্ত হাদিস ও মনীষীদের বাণী থেকে বুঝে আসে, যদি সম্ভব হয় তাহলে সব সময় হাতে মেহেদির আলামত রাখা উত্তম।
আর যদি সম্ভব না হয় তাহলে মাঝেমধ্যে হলেও রাখা উচিত।
সুনানে আবু দাউদ ৪/৭৭, ফাতাওয়া আলমগীরী ৫/৩৫৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3901/article-details.html