প্রশ্ন
এক দেশে ৩০টি রোজা রেখে যদি অন্য দেশে গিয়ে দেখে এখনো রমজান মাস শেষ হয়নি তাহলে কী করবে? ৩১টি রোজা রাখবে না ৩১তম দিনে রোজা রাখবে না?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কেউ যদি কোনো দেশে ৩০টি রোজা পূর্ণ করে এমন দেশে সফর করে যেখানে এখনো ৩০টি রোজা শেষ হয়নি তাহলে সে ঐ দেশে গিয়ে ৩১তম দিন রোজা রাখবে এবং ঐ দেশের সাথেই ঈদ করবে। একা একা ঈদ করবে না।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
الصوم يوم تصومون ، والفطر يوم تفطرون ، والاضحى يوم تضحون
‘রোজা হলো সেদিন যেদিন তোমরা (সকলে) রোজা পালন কর, আর ঈদুল ফিতর হলো সেদিন যেদিন তোমরা (সকলে) ইফতার (রোজা ভঙ্গ) কর। কুরবানী হলো সেদিন যেদিন তোমরা সকলে কুরবানী কর।’ [সুনানে তিরমিযি ১/১৩৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3833/article-details.html