প্রশ্ন
আমার একটি সাউন্ড ডেক্স এর দোকান আছে। এখানে মাইক, স্পিকার ইত্যাদি ভাড়া দেয়া হয়। আমার দোকান থেকে মাদ্রাসার হুজুররাও বিভিন্ন ওয়াজ মাহফিলে ও অনুষ্ঠানে মাইক, বড় বড় স্পিকার ভাড়া নেয়। আবার কলেজের ছাত্ররাও বিভিন্ন কনসার্ট ও তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে এগুলো ভাড়া নেয়। এখন আমার প্রশ্ন হলো, কলেজের এসব অনুষ্ঠানে আমার মাইক ও স্পিকার ভাড়া দেয়াতে ইসলামে কোনো সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
গুনাহের কাজে অন্যকে সহযোগিতা করাও গুনাহের কাজ।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন-
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
‘তোমরা সৎ এবং তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা কর এবং পাপ ও সীমালঙ্ঘনের ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা কর না।’ [সূরা মায়েদা, আয়াত: ২]
তাই আপনার জন্য গান-বাজনার কনসার্টের জন্য মাইক, স্পিকার ভাড়া দেয়া জায়েয হবে না। এবং এ পন্থায় টাকা পয়সা উপার্জন করাও জায়েয হবে না।
আদ দুররুল মুখতার ৬/৫৫; ফাতাওয়া বাযযাযিয়া ৫/৪১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3757/article-details.html