প্রশ্ন
চাশতের নামাজ পড়লে গুরুত্ব কেমন? এ নামাজ পড়লে কী ফযিলত পাওয়া যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
চাশতের নামাজ ফরজ বা ওয়াজিব নয়। বরং মুস্তাহাব। তবে এই নামাজের গুরুত্ব ও ফযিলত অনেক। হাদিস শরিফে এসেছে-
বুরাইদা (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষের শরীরে ৩৬০টি জোড় রয়েছে। অতএব মানুষের কর্তব্য হলো প্রত্যেকটি জোড়ের জন্য একটি করে সদকা করা।’
সাহাবায়ে কেরাম (রা.) বললেন, হে আল্লাহর রাসূল! কার শক্তি আছে এই কাজ করার? তিনি (সা.) বললেন, মসজিদে কোথাও কারো থুতু পড়ে থাকতে দেখলে তা ঢেকে দাও অথবা রাস্তায় কোনো ক্ষতিকারক কিছু দেখলে সরিয়ে দাও। তবে এমন কিছু না পেলে, চাশতের দুই রাকাত সালাতই এর জন্য যথেষ্ট।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৫২২২]
অন্য হাদিসে এসেছে-
আবু হুরাইরা (রা.) বলেন, ‘প্রিয় নবী হজরত মুহাম্মাদ (সা.) আমাকে তিনটি বিষয়ে আমল করার উপদেশ দিয়েছেন, প্রতি মাসের প্রথম তিনদিন রোজা রাখা; চাশতের নামাজ (সালাতুদ্ দুহা) আদায় করা এবং ঘুমাতে যাওয়ার আগে বিতরের নামাজ আদায় করার।’ [সহিহ বুখারি, হাদিস: ২৭৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3737/article-details.html