প্রশ্ন
ঈদের নামাজ কত রাকাত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঈদের নামাজ দুই রাকাত। রাসূল (সা.) ঈদের নামাজ দুই রাকাতই পড়েছেন। সাহাবায়ে কেরাম, তাবেয়ী ও তাবে-তাবেয়ীগণও দুই রাকাতই পড়েছেন।
সমস্ত উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে, ঈদের নামাজ দুই রাকাতই। এর বেশি নয়।
হাদিস শরিফে এসেছে-
عن عمر ، قال : صلاة السفر ركعتان . وصلاة الجمعة ركعتان . والفطر والاضحى ركعتان . تمام غير قصر على لسان محمد صلى الله عليه وسلم
উমর (রা.) বলেন, সফরের নামাজ দুই রাকাত। জুমার নামাজ দুই রাকাত। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ দুই রাকাত। এগুলো কসর ব্যতীত পূর্ণ নামাজ। রাসূল (সা.) এমনটিই বলেছেন। [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১০৬৪]
আলমাজমু ৫/১৭; আলমুগনী ২/২৭৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3709/article-details.html