প্রশ্ন
আমরা যত নামাজ পড়ি সব নামাজের আগে পরেই কিছু সুন্নত নামাজ পড়ি। কিন্তু ঈদের নামাজের সময় তো এমন কোনো নামাজ পড়ি না। ঈদের নামাজের ক্ষেত্রে এমন কোনো নামাজ আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঈদের নামাজ দুই রাকাতই। এর আগে বা পরে অন্য কোনো নামাজ নেই। বরং ঈদের নামাজের পূর্বে কোনো নফল নামাজ পড়া মাকরুহ। এবং ঈদের নামাজের পর ঈদগাহে নফল নামাজ পড়াও মাকরুহ।
হাদিস শরিফে এসেছে-
عن ابنِ عبَّاسٍ رَضِيَ اللهُ عنهما: أنَّ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم خرَج يومَ أضْحى أو فِطر، فصلَّى ركعتينِ، لم يُصلِّ قَبلها ولا بَعدَها
ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) ঈদুল আযহা কিংবা ঈদুল ফিতরের দিন বের হয়ে দুই রাকাত নামাজ পড়েছেন। এর আগে পরে কোনো নামাজ পড়েননি। [সহিহ বুখারি, হাদিস ৯৬৪; সহিহ মুসলিম, হাদিস: ৮৮৪]
আলমাজমু ৫/১৭; আলমুগনী ২/২৭৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3707/article-details.html