প্রশ্ন
কেউ যদি রাতের বেলা তাহাজ্জুদ নামাজে জোরে কেরাত পড়তে চায় তাহলে কি পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাতের নফল নামাজে ইচ্ছা করলে জোরে কেরাত পড়া যায়।
বিশিষ্ট তাবেয়ী হাকিম ইবনে ইকাল (রহ.) বলেন, রাতের নামাজে ইচ্ছা করলে জোরে কেরাত পড়তে পারবে। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৩৬৭১]
হাসান বসরী (রহ.) বলেন, দিনের নামাজ নিম্নস্বরের এবং রাতের নামাজ নিজ কানকে শুনিয়ে পড়বে। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৩৬৬৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3699/article-details.html