প্রশ্ন
আমি ফরজ নামাজের পর অনেক মানুষকে আয়াতুল কুরসী পড়তে দেখি। জানতে চাই, ফরজ নামাজের পর আয়াতুল কুরসী পড়ার ফযিলত কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ফরজ নামাজের পর আয়াতুল কুরসী পড়ার বিশেষ ফযিলত রয়েছে।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
عن أبي أمامة قال: قال رسول الله صلى الله عليه و سلم: من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة الا ان يموت
‘যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসী পড়বে তার জান্নাতে প্রবেশের মধ্যে কেবল মৃত্যুই একমাত্র বাঁধা।’ [সুনানে নাসায়ী, হাদিস: ৯৯২৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3694/article-details.html