প্রশ্ন
তায়াম্মুমের পদ্ধতি কী? কীভাবে তায়াম্মুম করতে হয়? দয়া করে জানাবেন।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তায়াম্মুমের পদ্ধতি হলো প্রথমে নিয়ত করবে। অতঃপর মাটিতে হাত মারবে এবং হাত দিয়ে চেহারা মাসেহ করবে। অতঃপর পুনরায় মাটিতে হাত মারবে এবং উভয় হাত কনুই পর্যন্ত মাসেহ করবে।
হাদিস শরিফে এসেছে রাসূল (সা.) বলেন
عن ابن عمر : عن النبي صلى الله عليه و سلم قال : التيمم ضربتان ضربة للوجه و ضربة لليدين إلى المرفقين
‘তায়াম্মুম হলো জমিনে দু বার হাত মারা। একবার চেহারার জন্য, অন্যবার কনুই পর্যন্ত দু হাতের জন্য।’ [মুসতাদরাকে হাকেম, হাদিস: ৬৩৪]
নিয়ত এবং উপরে উল্লেখিত নিয়ম অনুযায়ী মাসাহ করলেই তায়াম্মুম পরিপূর্ণ হয়ে যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3681/article-details.html