প্রশ্ন
ঈদগাহ কমিটি মাঠের ২০ শতাংশ জমি বিক্রি করে দিয়েছে। কিন্তু বিক্রি হয়েছে মৌখিকভাবে, কোনো দলিল-পত্র কমিটি দিতে পারেনি। মৌখিকভাবে এখনো রাজি আছে কমিটি। কিন্তু এলাকাবাসী ও ওয়াকফকারী ২০ শতাংশ জমি বিক্রি করতে রাজী নয়। তারা এ জমি ঈদগাহের অধীনে নিয়ে যেতে চায়। ক্রেতা ঐ জমি ছাড়তে রাজি নয়। আমি জানতে চাই, এ জমি ঈদগাহে নিয়ে নিলে তাতে নামাজ হবে কি না?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বর্ণনা অনুযায়ী ঈদগাহ কমিটি ঈদগাহের যে ২০ শতাংশ জমি বিক্রি করেছে, তা সম্পূর্ণরূপে বাতিল ও অকার্যকর। কেননা শরীয়তের বিধান মোতাবেক ওয়াকফ সম্পত্তির এরূপ ক্রয়-বিক্রয় সম্পূর্ণ অবৈধ ও নাজায়েজ।
সেমতে, উক্ত ২০ শতাংশ জমি ইসলামী আইন অনুযায়ী এখনো ঈদগাহেরই অন্তর্ভুক্ত রয়েছে। স্বভাবতই উক্ত স্থানে ঈদের নামাজ শুদ্ধ হবে। এতে সন্দেহ ও সংশয়ের কোনো অবকাশ নেই।
এখন কমিটির করণীয় হলো, ক্রেতাকে জমির মূল্য বাবদ দেয়া টাকা ফেরত দিয়ে অনতিবিলম্বে উক্ত জমি তার দখল থেকে মুক্ত করে ঈদগাহের জন্য ফিরিয়ে আনা। নতুবা যত দেরি হবে তাদের গুনাহও বাড়তে থাকবে।
উল্লেখ্য, ঈদগাহের জমি ক্রয়কারী ব্যক্তি এযাবত যতদিন তা ভোগ করেছে, ততদিনের ন্যায্য ভাড়া ঈদগাহ ফান্ডে পরিশোধ করতে হবে। অন্যথায় অবৈধ ক্রয় ও ভোগের কারণে সে মারাত্মক গোনাহগার হবে।
আদ দুররুল মুখতার ৪/৩৫১, ফাতাওয়া আলমগীরী ২/৪৬৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3669/article-details.html