প্রশ্ন
মাকাসিদে খামসাহ বলতে কী বুঝায় এবং সেগুলো কী কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
একজন মানুষ যেন দুনিয়াতে সহজ ও সুন্দরভাবে চলতে পারে এবং আখেরাতে সফল হতে পারে সেজন্য ইসলামী শরিয়তে বিশেষ দৃষ্টি রাখা হয়েছে।
এ বিবেচনায় ইসলামী শরিয়ত বলে থাকে, পাঁচটি বিষয়ের প্রতি গুরুত্বারোপ করলে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবন সুখময় হয়ে উঠতে পারে। এগুলোকেই মাকাসিদে খামসাহ বা পঞ্চউদ্দেশ্য বলা হয়। আর এই মাকাসিদগুলো হলো-
এক. দ্বীনের হেফাজত
দুই. জীবনের হেফাজত
তিন. আকল ও বিবেকের হেফাজত
চার. সম্পদের হেফাজত
পাঁচ. বংশ ও ইজ্জতের হেফাজত
আলমুওয়াফাকাত ১/৩৮; মাকাসিদুস শারিয়াতিল ইসলামিয়া, পৃ. ১৮৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3663/article-details.html