প্রশ্ন
সাহাবায়ে কেরামের যুগে কি মাযহাব ছিল? কেউ কেউ বলেন মাযহাব পরবর্তীতে তৈরি হয়েছে। সুতরাং আমরা মাযহাব মানতে যাব কেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যে সকল ভাই একথা বলেন যে, মাযহাব সাহাবায়ে কেরামের পরবর্তীতে শুরু হয়েছে তাদের এ কথা সঠিক নয়। বরং মাযহাব তো সাহাবায়ে কেরামের যামানা থেকেই চলে আসছে। ইসলামের ইতিহাস অধ্যয়ন করলে বিশেষ করে ফিকহে ইসলামীর ইতিহাস অধ্যয়ন করলেই এ বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।
ইমাম বুখারির স্বনামধন্য উস্তাদ ইমাম আলী ইবনুল মাদিনী (রহ.) এ সম্পর্কে বলেন,
ولم يكن في أصحاب رسول الله صلى الله عليه وسلم من له صُحَيْبَةٌ، يذهبون مذهبه، ويفتون بفتواه ويسلكون طريقته، إلا ثلاثة : عبد الله بن مسعود وزيد بن ثابت وعبد الله بن عباس رضي الله عنهم، فإن لكل منهم أصحابا يقومون بقوله ويفتون الناس
সাহাবায়ে কেরামের মধ্যে যাদের মাযহাব অনুসরণ করা হত তাদের সংখ্যা ছিল তিন। ইবদুল্লাহ ইবনে মাসউদ, যায়দ ইবনে সাবেত, আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)। এদের প্রত্যেকেরই আবার শাগরিদ আছে যারা এদের মতামত অনুযায়ী আমল করত এবং ফাতাওয়া দিত।
এখান থেকে স্পষ্ট হয়ে যায়, যারা বলে মাযহাব পরবর্তীতে আবিষ্কৃত তাদের কথা সঠিক নয়।
কিতাবুল ইলাল, পৃ. ১০৭-১৩৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3651/article-details.html