প্রশ্ন
আমি কলেজে পড়ি। আমাদের সাথে মেয়েরাও পড়ে। আমি তাদের থেকে দূরে থাকার চেষ্টা করি। কিন্তু কখনো কখনো তাদের সাথে কথা বলার প্রয়োজন দেখা দেয়। যেমন কোনো ভালো স্টুডেন্টকে পড়া জিজ্ঞাসা করা। তাই, আমি জানতে চাচ্ছি, প্রয়োজনের সময় তাদের সাথে কথা বলা বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বর্তমানে কলেজ ইউনিভার্সিটিতে সহশিক্ষার যে প্রচলন রয়েছে ইসলামী শরীয়ত তা একেবারেই সমর্থন করে না। এ ধরনের কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হলে অবশ্য কর্তব্য হলো, সর্বদা পূর্ণ শরয়ি পর্দা রক্ষা করে চলা। আর মেয়ে সহপাঠীদের পরিপূর্ণরূপে এড়িয়ে চলা।
সাধারণ প্রয়োজনে তাদের সঙ্গে কথা বলা ঠিক হবে না। এতে ধীরে ধীরে ফেতনায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যা প্রতিনিয়ত আমাদের সমাজে হচ্ছে। আর আল্লাহ তাআলা বলেছেন,
وَلَا تَقْرَبُوا الزِّنَا
‘তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না।’ [সূরা ইসরা, আয়াত: ৩২]
তাই পাঠ সংক্রান্ত প্রয়োজনীয় কথা শিক্ষক অথবা ছেলে সহপাঠীদের সঙ্গেই সেরে নিতে হবে।
তবে যেক্ষেত্রে কথা না বলা ছাড়া আর কোনো উপায়ই থাকে না সেক্ষেত্রে প্রয়োজন পরিমাণ কথা বলা যাবে।
হেদায়া ৪/৪৪৩; ফাতাওয়া শামী ১/৪০৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3637/article-details.html