প্রশ্ন
আমাদের এলাকার এক ছেলে আত্মহত্যা করেছে। এখন এলাকার সকলে বলাবলি করছে, যেহেতু সে আত্মহত্যা করেছে সেহেতু তার জানাজার নামাজ পড়া যাবে না। এ ব্যাপারে শরিয়তের বিধান কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আত্মহত্যাকারী ব্যক্তিকে গোসল দিতে হবে। তার জানাজা নামাজও পড়তে হবে এবং তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও করতে হবে।
তবে যেহেতু এটি একটি মহাপাপ তাই এরূপ ব্যক্তির জানাজায় আলেম-ওলামা ও নেতৃস্থানীয় ব্যক্তিগণ উপস্থিত হবেন না। যাতে অন্যদের জন্য এটি শিক্ষণীয় হয়। বাদায়েউস সানায়ে ২/৪৭; তাতারখানিয়া ২/১৬২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3623/article-details.html