প্রশ্ন
কোনো এক ঝামেলায় পড়ে দুইজন সাক্ষীর উপস্থিতিতে আমি আমার স্ত্রীর সাথে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। কিছুদিন পর আমি আমার স্ত্রীকে এক তালাক দেই। এসময়ের মধ্যে আমাদের মাঝে সহবাস হয়নি এবং এর ইচ্ছাও ছিল না। তবে স্ত্রী-সুলভ মাঝে মাঝে তার শরীরে হাত দিয়েছি ও চুমু খেয়েছি। কিন্তু সব ক্ষেত্রেই সে বাঁধ সেধেছে। এর দুই মাস পর ঝগড়া-ঝাটির এক পর্যায়ে আমি তাকে যথাক্রমে দুই ও তিন তালাক প্রদান করি।
উল্লেখ্য, এ পর্যন্ত আমাদের কখনো সহবাস হয়নি। এখন আমার জানার বিষয় হলো, আমার স্ত্রীর উপর কয় তালাক পতিত হয়েছে? আমরা পুনরায় ঘর-সংসার করতে চাইলে করতে পারব কিনা? আমাদের এখন করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নে উল্লিখিত বর্ণনা অনুযায়ী যদি বাস্তবে আপনাদের মাঝে সহবাস না হয়ে থাকে এবং আপনার স্ত্রী আপনাকে সহবাস করা থেকে বাধা প্রদান করে থাকে, যদ্দরুন আপনাদের মাঝে খালওয়াতে সহীহা তথা প্রকৃত নির্জনবাসও হয়নি, এমতাবস্থায় আপনার স্ত্রীকে প্রথমত: এক তালাক প্রদান করার দ্বারা আপনার স্ত্রীর উপর এক তালাকে বায়েন পতিত হয়ে সে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে বাকি দ্বিতীয় ও তৃতীয় তালাকের সুযোগ না থাকার কারণে তা পতিত হয়নি। আর এক তালাকে বায়েনের ক্ষেত্রে শরীয়তের বিধান হলো,স্বামী-স্ত্রী উভয়ে সম্মতিক্রমে পরবর্তীতে যে কোনো সময় পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। সুতরাং আপনি যদি আপনার বর্তমান স্ত্রীকে নিয়েই পুনরায় ঘর সংসার করতে চান,তাহলে নতুন ভাবে মোহরানা ধার্য করে বিবাহের শরয়ী শর্তসমূহ সহকারে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন।
তবে লক্ষণীয় হলো-দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আপনি আর কেবলমাত্র দুই তালাকের অধিকারী থাকবেন। পরবর্তীতে যে কোনো সময় আপনার স্ত্রীকে দুই তালাক প্রদান করলেই আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে।
আল বাহরুর রায়েক ৩/২৬৯; ফাতাওয়া আলমগীরী ১/৩১৫; আদ্দুররুল মুখতার ৩/১২১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3620/article-details.html