প্রশ্ন
মুরসাল হাদিস বলে কোন ধরনের হাদিস বুঝানো হয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মুরসাল হাদিস বলা হয় যে হাদিসের সনদে তাবেয়ী সাহাবীর নাম উল্লেখ না করে সরাসরি রাসূল (সা.) এর দিকে সম্বন্ধ করে হাদিস বর্ণনা করেন।
:قال الإمام أبو عبد الله الحاكم رحمه الله
” مشايخ الحديث لم يختلفوا في أن الحديث المرسل هو : الذي يرويه المحدِّثُ بأسانيد متصلة إلى التابعي ، فيقول التابعي : قال رسول الله صلى الله عليه وسلم ” انتهى
হাকেম নিশাপুরী (রহ.) বলেন, ‘মাশায়েখদের মধ্যে এ ব্যাপারে কোনো মতভেদ নেই যে, মুরসাল হাদিস ঐ হাদিসকে বলে যার মধ্যে হাদিস বর্ণনাকারী তাবেয়ী পর্যন্ত অবিচ্ছিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেন। অতঃপর সাহাবীর নাম উল্লেখ না করে সরাসরি রাসূল (সা.) থেকে হাদিসটি বর্ণনা করেন।’
অবশ্য উসুলে ফিকহের পরিভাষায় ব্যাপক অর্থে যে কোনো ব্যক্তি সরাসরি রাসূল (সা.) এর দিকে সম্বন্ধ করে কোনো হাদিস বর্ণনা করলে তাকেই মুরসাল হাদিস বলে।
আলকিফায়াহ ২১; মারিফাতু উলুমিল হাদিস ৬৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3607/article-details.html