প্রশ্ন
কুরআনে কি আল্লাহ তাআলা কুরআনের কোনো পরিচয় তুলে ধরেছেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, আল্লাহ তাআলা নিজেই কুরআনের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে কুরআনের পরিচয় তুলে ধরেছেন।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন,
ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ
‘এটাই সে কিতাব। এতে কোনো সন্দেহ নেই। তা মুত্তাকীদের জন্য হেদায়াত ও পথনির্দেশ।’ [সূরা বাকারা, আয়াত: ১-২]
অন্য আয়াতে বলেন,
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ
‘রমযান মাস-যে মাসে কুরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়াত এবং এমন সুস্পষ্ট নিদর্শনাবলী সম্বলিত, যা সঠিক পথ দেখায় এবং সত্য ও মিথ্যার চূড়ান্ত ফায়সালা করে।’ [সূরা বাকারা, আয়াত: ১৮৫]
অন্যত্র ইরশাদ করেন,
كِتَابٌ أُحْكِمَتْ آيَاتُهُ ثُمَّ فُصِّلَتْ مِنْ لَدُنْ حَكِيمٍ خَبِيرٍ
‘এটি এমন এক কিতাব, যার আয়াতসমূহ দলিল-প্রমাণ দ্বারা সুদৃঢ় করা হয়েছে। অতপর এমন এক সত্তার পক্ষ হতে বিশদভাবে বর্ণনা করা হয়েছে, যিনি প্রজ্ঞাময়, সর্ববিষয়ে অবহিত।’ [সূরা হূদ, আয়াত: ১]
আরেক আয়াতে বলেন,
تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْحَكِيمِ
‘এটি হিকমতপূর্ণ কিতাবের আয়াতসমূহ।’ [সূরা ইউনুস, আয়াত: ১]
তদ্রূপ নিম্নের আয়াতে বলেন,
وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ
‘আমি তোমার প্রতি এ কিতাব নাজিল করেছি প্রতিটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা দানের জন্য এবং মুসলিমদের জন্য হেদায়াত, রহমত ও সুসংবাদস্বরূপ।’ [সূরা নাহল, আয়াত: ৮৯]
উল্লিখিত আয়াতগুলো থেকে আমরা কুরআনের ভাষায়ই কুরআনের কিছু পরিচয় জানতে পেরেছি। এ ছাড়াও বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা কুরআনের আরও কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3580/article-details.html