প্রশ্ন
কুরআন কাকে বলে? কুরআনের পরিচয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরআন মহান আল্লাহ তাআলার ঐশী বাণী, যা তিনি মুহাম্মাদ (সা.) এর উপর অবতীর্ণ করেছেন।
কুরআনের সংজ্ঞায় উলামায়ে কেরাম বলে থাকেন,
هو المنزل على الرسول صلى الله عليه وسلم المكتوب في المصاحف المنقول عنه نقلا متواترا بلا شبهة
‘কুরআন বলা হয় যা রাসূল (সা.) এর উপর অবতীর্ণ করা হয়েছে, যা মুসহাফের মধ্যে লিখিত এবং সন্দেহাতীতভাবে রাসূল (সা.) থেকে সূত্র পরম্পরায় বর্ণিত।’ [নূরুল আনওয়ার, পৃ. ৪]
এ ছাড়াও আরও বিভিন্ন জন কুরআনকে বিভিন্ন সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন। তবে প্রতেক্যের মূল কথা সেটাই যা আমরা উপরে উল্লেখ করেছি।
আস সাবীল ফী উসুলিল ফিকহ ৫৪-৫৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3576/article-details.html