প্রশ্ন
সাহাবায়ে কেরাম তো উম্মতের শ্রেষ্ঠ জামাত। প্রশ্ন হলো, তাদের মধ্যে কি কেউ জাহান্নামে যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করেন তাহলে তিনি একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরামের মধ্যেও কেউ কেউ এমন রয়েছেন যিনি গুনাহের কারণে হয়তো জাহান্নামে যাবেন তবে ঈমানের কারণে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে।
হাদিস শরিফে এসেছে,
আবু হুরায়রা (রা.) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা.) -এর সাথে খায়বার যুদ্ধে অংশ গ্রহণ করেছিল। ইসলাম গ্রহণকারী একজনকে আল্লাহর রাসূল (সা.) বললেন, ‘ঐ লোকটি জাহান্নামী।’ যখন যুদ্ধ আরম্ভ হল তখন সে প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হল এবং এক পর্যায়ে মারাত্মকভাবে আহত হল। রাসূলুল্লাহ (সা.) -এর নিকট আরজ করা হলো, আল্লাহর রাসূল! যে লোকটিকে আপনি কিছুক্ষণ আগে জাহান্নামী বলেছিলেন সে আজ খুব লড়াই করেছে এবং মৃত্যুবরণ করেছে। আল্লাহর রাসূল (সা.) বললেন, ‘সে জাহান্নামী।’তখন কারো কারো মনে কিছুটা দ্বিধা সৃষ্টির উপক্রম হলো ইতিমধ্যে সংবাদ এল যে, লোকটি মারাত্মকভাবে আহত হয়েছিল। আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে রাতে সে আত্মহত্যা করেছে।
সংবাদটি আল্লাহর রাসূল (সা.)-কে অবহিত করা হলে তিনি তাকবীর দিলেন এবং বললেন, ‘আশহাদু আন্নী আবদুল্লাহি ওয়া রাসূলূহ’ (আমি সাক্ষ্য দেই যে, আমি আল্লাহর বান্দা ও তাঁর রাসূল।) এরপর বিলাল (রা.)-কে আদেশ করলেন। তিনি সবার মাঝে ঘোষণা করে দিলেন, নিঃসন্দেহে মুসলিম ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। এবং নিঃসন্দেহে আল্লাহ অবাধ্য ব্যক্তির দ্বারা(ও) এই দ্বীনকে শক্তিশালী করবেন।-[সহিহ বুখারি ৬/১২৫; সহিহ মুসলিম, হাদিস : ১১১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3568/article-details.html