প্রশ্ন
আমি শুনেছি, রাসূল সা. এর উপর দুরুদ পড়ার অনেক ফযিলত রয়েছে। আমি কিছু ফযিলত জানতে চাই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.) এর দরুদ পড়ার ব্যাপারে কুরআন ও হাদিসে অনেক গুরুত্ব ও ফযিলত রয়েছে। আল্লাহ তাআলা নিজেই কুরআনে রাসূল (সা.) এর উপর দুরুদ পড়ার আদেশ দিয়েছেন।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন,
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
‘নিশ্চয় আল্লাহ ও তাঁর ফিরিশতাগণ নবীর প্রতি সালাত-দুরুদ পেশ করেন। হে মুমিনগণ! তোমরাও তাঁর প্রতি দরুদ পেশ করো এবং তাঁকে যথাযথভাবে সালাম জানাও।’ [সূরা আহযাব, আয়াত: ৫৬ ]
আর রাসূল (সা.) এর উপর দুরুদ পড়ার ফযিলত সম্পর্কে রাসূল (সা.) বলেন,
‘যে ব্যক্তি আমার প্রতি একবার দরূদ পাঠ করবে, আল্লাহ তার দরুন তার উপর দশবার রহমত বর্ষণ করবেন ।’ [সহিহ মুসলিম, হাদিস: ৩৮৪]
এছাড়াও দুরুদ পড়ার আরও বিভিন্ন ফযিলত রয়েছে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3555/article-details.html