প্রশ্ন
রাসূল (সা.) মৃত্যুর সময় কোন কোন জিনিস রেখে গিয়েছিলেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.) মৃত্যুর সময় সামান্য কিছু জিনিস রেখে গিয়েছিলেন। তিনি কেবল তার অস্ত্র, খচ্চর এবং এক খণ্ড জমি রেখে গিয়েছিলেন, যা তিনি সদকা করে দিয়েছিলেন।
হাদিস শরিফে এসেছে,
ما ترك رسول الله صلى الله عليه وسلم إلا سلاحه وبغلته وأرضا جعلها صدقة
‘রাসূলুল্লাহ (সা.) কিছুই রেখে যাননি , শুধু তার অস্ত্র , খচ্চর ও এক খণ্ড জমি, যা তিনি সদকা করে গিয়েছিলেন।’
শামায়েলে তিরমিযি, হাদিস: ৩৯২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3553/article-details.html