প্রশ্ন
রাসূল (সা.) তার জীবনে কতবার হজ্ব এবং উমরা পালন করেছেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.)চার বার উমরা পালন করেছেন। আর হিজরতের পর এক বার ফরজ হজ্ব পালন করেছেন।
হাদিস শরিফে এসেছে,
حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ: قُلْتُ لأَنَسِ بْنِ مَالِكٍ: كَمْ حَجَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: حَجَّةً وَاحِدَةً، وَاعْتَمَرَ أَرْبَعَ عُمَرٍ: عُمْرَةٌ فِي ذِي القَعْدَةِ، وَعُمْرَةُ الحُدَيْبِيَةِ، وَعُمْرَةٌ مَعَ حَجَّتِهِ، وَعُمْرَةُ الجِعِرَّانَةِ، إِذْ قَسَّمَ غَنِيمَةَ حُنَيْنٍ
‘কাতাদা (রহ.) বলেন, আমি আনাস বিন মালিক (রা.) কে জিজ্ঞাসা করলাম-রাসূল (সা.) কতবার হজ্ব করেছেন? তিনি বললেন, একবার। আর উমরা করেছেন চারবার। জিলক্বদ মাসে একবার। হুদাইবিয়ার সন্ধির সময় একবার। হজ্বের সাথে একবার। আর জিইররানার সময় একবার যখন তিনি হুনাইন জিহাদের গনীমতের মাল বণ্টন করেছেন।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৮১৫]
তবে কেউ কেউ বলে থাকেন হিজররেত পূর্বে রাসূল (সা.) দুইটি হজ্ব করেছেন। যেমনটি তিরমিযি শরিফের একটি দুর্বল বর্ণনায় উল্লেখ রয়েছে। আবার কেউ কেউ হিজরতের পূর্বে প্রতি বছরই হজ্ব করার কথা উল্লেখ করেছেন। আর যুক্তির আলোকে এটাই সঠিক মনে হয়।
ফাতহুল বারী ৩/৭০২; উমদাতুল কারী ১০/১১৩; মাআরিফুস সুনান ৬/২০; যাদুল মাআদ ৩/২৫৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3540/article-details.html