প্রশ্ন
আমরা শুনেছি, আমাদের নবী মুহাম্মাদ (সা.) এর একটি নাম ছিল আহমাদ। প্রশ্ন হলো এই নামের কথা কি কুরআন–হাদিসে এসেছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, আমাদের নবী মুহাম্মাদ (সা.) এর আহমাদ নামটি কুরআন হাদিসে বিবৃত হয়েছে।
কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন,
‘স্মরণ কর, যখন মারইয়ামের পুত্র ঈসা বলেছিল, ‘হে বানী ইসরাঈল! আমি তোমাদের প্রতি আল্লাহর রসূল, আমি আমার পূর্ববর্তী তাওরাতের সত্যায়নকারী এবং আমি একজন রসূলের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন, যার নাম আহমাদ।’ অতঃপর সে [অর্থাৎ ‘ঈসা (আ.) যাঁর সম্পর্কে সুসংবাদ দিয়ে ছিলেন সেই নবী] যখন তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসল, তখন তারা বলল, ‘এটা তো স্পষ্ট যাদু।’ [সূরা সাফ, আয়াত: ৬]
তদ্রূপ রাসূল (সা.) নিজেও এই নামটির কথা বলে গিয়েছেন।
হাদিস শরিফে এসেছে,
যুবাইর ইবনে মুতইম (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেন, ‘আমার পাঁচটি নাম রয়েছে। আমি ‘মুহম্মাদ’ ও ‘আহমাদ’ এবং আমি ‘মাহী’; আমার মাধ্যমে আল্লাহ কুফর মুছে দেন; এবং আমি ‘হাশির’; যেহেতু মানুষ পরকালে আমার ওপর নির্ভর করে সমবেত হবে; এবং আমি ‘আকিব’।’ [সহিহ বুখারি, হাদিস: ৩৫৩২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3538/article-details.html