প্রশ্ন
মুনাফিক কাকে বলে? মুনাফিক কত প্রকার ও কী কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অন্তরের সাথে মুখের কথা ও কাজে গরমিল হওয়াকে মুনাফেকী বলে। যার মধ্যে মুনাফেকী আছে তাকে মুনাফিক বলে।
মুনাফিক দুই প্রকার। আকিদা-বিশ্বাসে মুনাফিক। কাজেকর্মে ও কথাবার্তায় মুনাফিক। মুখে এবং বাহ্যিক আচরণে মুসলমান সেজে অন্তরে কুফরী আকিদা পোষণকারীকে আকিদাগত মুনাফিক বলে।
আর কাজেকর্মে ও কথাবার্তায় মুনাফিক হলো, যারা মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফ করে ও আমানতের খেয়ানত করে।
উমদাতুল কারী ১/২২২; তাফসীরে ইবনে কাসীর ১/৫০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3518/article-details.html