প্রশ্ন
কেয়ামতের বড় আলামত কাকে বলে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কেয়ামত কবে হবে এ ব্যাপারে আল্লাহ তাআলা ছাড়া সুনির্দিষ্টভাবে কেউ কিছু বলতে পারে না। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন,
يَسْأَلُكَ النَّاسُ عَنِ السَّاعَةِ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللَّهِ
‘লোকেরা আপনাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলুন, তার জ্ঞান একমাত্র আল্লাহরই কাছে রয়েছে।’ [সূরা আহযাব, আয়াত: ৬৩]
তবে কেয়ামতের পূর্বে বিভিন্ন ধরনের আলামত প্রকাশিত হবে। এ ব্যাপারে হাদিস শরিফে বিস্তারিত আলোচনা রয়েছে। এই নিদর্শনগুলো থেকে যে নিদর্শনগুলো কেয়ামতের একেবারে নিকটবর্তী সময়ে ঘটবে সেগুলোকে কেয়ামতের বড় আলামত বলা হয়।
নেহায়াতুল আলাম পৃ. ৩৫; আততাযকিরাহ ১/৭১০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3487/article-details.html