প্রশ্ন
কেয়ামতের দিন কারা কারা সুপারিশ করতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কেয়ামতের দিন আল্লাহ তাআলাসহ নবী-রাসূল, ফেরেশতা এবং আরও বিভিন্ন জিনিস সুপারিশ করবে। নিম্নে এ সম্পর্কে বিস্তারিত বলা হলো:
১. আল্লাহ তাআলার সুপারিশ
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
‘…আল্লাহ বলবেন: আমার সুপারিশ বাকি রয়েছে, অতঃপর জাহান্নাম থেকে এক মুষ্টি গ্রহণ করবেন, ফলে এমন লোক বের করবেন যারা জ্বলে গিয়েছে, তাদেরকে জান্নাতের দরজার নিকট অবস্থিত নহরে নিক্ষেপ করা হবে, যাকে বলা হয় সঞ্জীবনী পানি, ফলে তার দু’পাশে গজিয়ে উঠবে যেমন প্রবাহিত পানির উর্বর মাটিতে শস্য গজিয়ে উঠে, যা তোমরা দেখেছ পাথর ও গাছের পাশে, তার থেকে যা সূর্যের দিকে তা সবুজ এবং যা ছায়ার আড়ালে তা সাদা, অতঃপর তারা মুক্তোর ন্যায় বের হবে। অতঃপর তাদের গর্দানে সীলমোহর দয়া হবে, অতঃপর তারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতিরা বলবে: তারা হচ্ছে রহমানের নাজাতপ্রাপ্ত, তাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করিয়েছেন কোন আমলের বিনিময়ে নয়, যা তারা করেছে, বা কোন কল্যাণের বিনিময়ে নয় যা তারা অগ্রে প্রেরণ করেছে। অতঃপর তাদেরকে বলা হবে: তোমাদের জন্য তোমরা যা দেখেছ তা এবং তার সাথে তার অনুরূপ।’ [সহিহ বুখারি, হাদিস: ৬৮৮৬]
২. রাসূল (সা.) এর সুপারিশ। এই সুপারিশের বিভিন্ন ভাগ রয়েছে। এখানে শুধু তার সুপারিশ সম্পর্কে একটি হাদিস উল্লেখ করা হচ্ছে।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
‘আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করব। আমি কেয়ামতের দিন সব নবীদের চেয়ে বেশী অনুসারী নিয়ে থাকব। আমিই সর্বপ্রথম জান্নাতের দরজায় কড়া নাড়ব।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৫৬]
৩. কুরআনের সুপারিশ
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
‘তোমরা কুরআন পড়। কারণ কুরআন কেয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশ করবে।’ [আবু দাউদ, হাদিস: ১১৯২]
৪.নবীগণের সুপারিশ
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
‘…..অতঃপর নবীগণ সুপারিশ করবেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৬৮৮৬]
৫. সিদ্দীকগণের সুপারিশ
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
‘…..অতঃপর বলা হবে, সিদ্দীকদের ডাক। তখন তারা সুপারিশ করবে।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ১৫]
এছাড়াও ফেরেশতা, শহীদ, মুমিন, ছোট বাচ্চারা, সিয়াম, হাজরে আসওয়াদ কেয়ামতের দিন সুপারিশ করবে।
সহিহ বুখারি, হাদিস: ৬৮৮৬; ইবনে মাজাহ, হাদিস: ১৫৯৮; তিরমিযি, হাদিস: ৮৮৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3461/article-details.html