প্রশ্ন
আমি যশোর জেলায় কর্মরত একজন পুলিশ সদস্য এবং একটি অফিসের ক্লার্ফ হিসেবে কর্মরত আছি। অত্র অফিসের সকল পুলিশ সদস্যদের ভ্রমণ ব্যয় বিল করার জন্য কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব দিয়েছে। এমতাবস্থায় উক্ত বিল করার কারণে অনেকে আমাকে চা-নাস্তা/খরচের টাকা হিসেবে/খুশি করার জন্য/কষ্ট করেছেন ইত্যাদি মর্মে বিভিন্ন পরিমাণের অর্থ দিয়ে থাকেন। প্রশ্ন হলো, উক্ত টাকা গ্রহণ করা আমার জন্য জায়েজ কিনা? যদি না হয় তাহলে যাদের থেকে ইতিপূর্বে এমন অর্থ নিয়েছে তা ফেরত দিতে হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি উৎকোচ বা হাদিয়াদাতাগণ কোনো স্বীয় স্বার্থ বা অভিলাষ চরিতার্থ করার জন্য দিচ্ছে বলে বোঝা যায় তাহলে তা গ্রহণ করা অবৈধ হবে।
এভাবে যদি পূর্বে কোনো অর্থ গ্রহণ করে থাকেন তবে তা মালিককে ফেরত দিতে হবে।
আর যদি সে আপনার এমন অন্তরঙ্গ বন্ধু হয় যে, আপনাকে এ দায়িত্বপ্রাপ্ত হওয়ার পূর্বেও খাওয়াত অথবা উৎকোচ দিত এবং সে কোনো স্বার্থও উদ্ধার করতে চাচ্ছে না বলে বোঝা যায় তাহলে তা গ্রহণ করা আপনার জন্য জায়েয।
আর যদি কেউ কাজের পারিশ্রমিক হিসেবে বা আপনার কষ্টের জন্য দেয় তাহলে তা গ্রহণ করা আপনার জন্য অবৈধ হবে। কেননা শ্রমের জন্যই সরকার আপনার নির্দিষ্ট বেতন নির্ধারণ করেছেন।
আল বাহরুর রায়েক ৭/৫১১ জাওয়াহিরুল ফিকহ ৩/২৭৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3396/article-details.html