প্রশ্ন
নিম্নোক্ত হাদিসটির বিশুদ্ধ অর্থ কোনটি
من صام رمضان وأتبعه ستا من شوال كان كصيام الدهر
এই হাদিসটির বিশুদ্ধ অর্থ কোনটি? আমাদের এলাকার এক ইমাম হাদিসের মধ্যে থাকা الدهر শব্দের অর্থ এক যুগ করেন। তার অর্থটি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিসটির অর্থ- যে ব্যক্তি পুরো রামাদান এবং এর পরে শাওয়ালের ছয়টি সিয়াম রাখল সে যেন পুরো এক বছর সিয়াম রাখল।
উল্লিখিত হাদিসে الدهر শব্দটি দ্বারা এক বছর বুঝানো হয়েছে। কেননা হাদিসটির কোনো কোনো বর্ণনায় الدهر এর পরিবর্তে আসসানাহ শব্দটি অর্থাৎ এক বৎসর এসেছে। অতএব এখানেও الدهر দ্বারা আসসানাহ বা এক বৎসরই উদ্দেশ্য হবে। এক যুগ নয়।
ইকমালুল মুলিম ৪/১৩৯; মাআরিফুস সুনান ৫/৪৪৪; ফয়যুল কাদীর ৬/১৬১; ফাতহুল মুলহিম ৩/১৮৭; আউনুল মাবুদ ৭/৬৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3388/article-details.html