প্রশ্ন
কবরে মাটি দেওয়ার সময় অনেকে প্রথমে মাটিকে তিন ভাগ করে। এক মুষ্টি মাটি মাথার দিকে, আরেক মুষ্টি মাটি মধ্যখানে, আরেক মুষ্টি মাটি পায়ের দিকে রাখে। জানার বিষয় হলো, এই পদ্ধতিতে মাটি দেওয়া কি শরীয়তসম্মত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মাটি দেওয়ার মুস্তাহাব পদ্ধতি হলো মৃত ব্যক্তির মাথার দিকে দাঁড়িয়ে উভয় হাত দ্বারা তিনবার মাটি দেওয়া। প্রথমবার দেওয়ার সময়
منها خلقناكم
দ্বিতীয়বার দেওয়ার সময়
وفيها نعيدكم
এবং তৃতীয়বার দেওয়ার সময়
ومنها نخرجكم تارة أخرى পড়া।
অতএব প্রশ্নে উল্লিখিত মাটি দেওয়ার প্রথাটি বর্জন করে উপরোক্ত পন্থায় মাটি দেওয়া উচিত।
ফাতাওয়া হিন্দিয়া – ১ / ১ ৬ ৬; কেফায়াতুল মুফতী-৫/৪৮৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3379/article-details.html