প্রশ্ন
রাসূল (সা.) কি জিনদেরও নবী ছিলেন? তাদের কাছে কি তিনি দাওয়াত পৌঁছিয়েছেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, রাসূল (সা.) জ্বীনদেরও নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে জিন-ইনসান সকলের কাছে নবী হিসেবে প্রেরণ করেছেন। এ জন্য তিনি জ্বিনদের কাছেও দাওয়াত পৌঁছিয়েছেন।
হাদিস শরিফে এসেছে,
আমের (রহ.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আলকামাকে জিজ্ঞাসা করলাম জ্বীন-এর রজনীতে (অর্থাৎ যে রজনীতে রাসূলুল্লাহ (সা.) এর জ্বীনদের সাথে সাক্ষাৎ হয়েছিল) কি ইবনু মাসউদ (রা.) রাসূলুল্লাহ (সা.)-এর সঙ্গে ছিলেন? তিনি বললেন, আমি ইবনু মাসঊদ (রা.) কে জিজ্ঞাসা করেছি, জ্বীন-রজনী তে কি তোমাদের মধ্য হতে কেউ রাসূলুল্লাহ (সা.)-এর সঙ্গে ছিল? তিনি বললেন, না! কিন্তু একরাত্রি আমরা রাসূলুল্লাহ (সা.)-এর সঙ্গে ছিলাম। হঠাৎ আমরা তাঁকে হারিয়ে ফেললাম। এবং তাঁকে পর্বতের উপত্যকা ও ঘাঁটিসমূহে খোঁজাখুঁজি করলাম। আমরা ভাবলাম জ্বীনেরা তাকে উড়িয়ে নিয়ে গিয়েছে কিংবা শুপ্ত ঘাতক তাকে মেরে ফেলেছে। আমরা রাত্রটি গভীর উদ্বেগে কাটালাম। ভোরবেলা আমরা (দেখলাম যে,) তিনি হেরা (জাবাল-ই-নূর) পর্বতের দিক হতে আসছেন।
রাবী বলেন, তখন আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনাকে আমরা হারিয়ে বহু খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও পাইনি। ফলে গভীর উদ্বেগের মধ্যে আমরা রাত কাটিয়েছি। তিনি বললেন, জ্বীনদের একজন প্রতিনিধি আমাকে নেওয়ার জন্য এসেছিল। আমি তার সঙ্গে গেলাম এবং তাদের নিকট কুরআন পাঠ করলাম। এরপর তারা আমাকে তাদের সঙ্গে করে নিয়ে গেল এবং তাদের নিদর্শন ও তাদের আগুনের নিদর্শনগুলো দেখাল।
রাসূলুল্লাহ (সা.) বলেন, জ্বীনেরা তার নিকট খাদ্য প্রার্থনা করল। তিনি বললেন, যে সমস্ত প্রাণী আল্লাহর নামে যবেহ হবে, তাদের হাড্ডি তোমাদের খাদ্য। তোমাদের হস্তগত হওয়ার সঙ্গে সঙ্গেই তা গোস্তে পরিণত হয়ে যাবে, এবং সকল উষ্ট্রের বিষ্ঠা তোমাদের জীব জন্তুর খাদ্য। রাসূলুল্লাহ (সা.) বললেন, তোমরা ঐ দুটি জিনিস (অস্থি ও উষ্ট্রের বিষ্ঠা) দ্বারা ইস্তিঞ্জা করবে না। কেননা, ওগুলো তোমাদের ভাই (জ্বীন ও তাদের জানোয়ার)-দের খাদ্য। [সহিহ মুসলিম, হাদিস: ১০৩৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3361/article-details.html