প্রশ্ন
আমি আমার এক বন্ধু থেকে শুনেছি তাকলীদ করা জরুরি। দয়া করে যদি তাকলীদ কাকে বলে তা আমাকে বলে দিতেন তাহলে উপকৃত হতাম।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তাকলীদের পরিচয় দিতে গিয়ে উলামায়ে কেরাম বিভিন্ন শব্দে তা ব্যক্ত করেছেন। আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। সহজ কথায় তাকলীদ হলো, যে সকল মানুষ কুরআন-সুন্নাহ থেকে বিধি-বিধান আহরণের যোগ্যতা রাখে না তাদের জন্য এমন লোকদের অনুসরণ করা যারা কুরআন-সুন্নাহ থেকে বিধি-বিধান আহরণের যোগ্যতা রাখে।
দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো, সব মানুষ সব বিষয়ে দক্ষ নয়। এবং তা সম্ভবও নয়। কারণ সব মানুষ সব বিষয়ে দক্ষতা অর্জন করতে গেলে মানুষের জীবন-ব্যবস্থা হুমকির মুখে পড়ে যাবে। পৃথিবীর স্বাভাবিক গতি ব্যাহত হবে।
তাই এটাই স্বাভাবিক নিয়ম যে, কিছু মানুষ এক বিষয়ে দক্ষ হবে। অন্যরা অন্য বিষয়ে দক্ষ হবে।
আর যারা যে বিষয়ে দক্ষতা অর্জন করেনি বা দক্ষতা অর্জনের সুযোগ পায়নি তারা সে বিষয়ে যারা দক্ষ রয়েছে তাদের থেকে প্রয়োজনের সময় জ্ঞান হাসিল করে নিবে, তাদের অনুসরণ করবে।
এটাই হলো স্বাভাবিক ও প্রাকৃতিক নিয়ম। দুনিয়ার সব ক্ষেত্রেই এই নিয়ম প্রচলিত। তদ্রূপ দ্বীনের ক্ষেত্রেও একই নিয়ম। যারা কুরআন-সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করতে পারেনি তার ঐ সমস্ত ব্যক্তিদের অনুসরণ করবে যারা কুরআন-সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করতে পেরেছে।
উল্লেখ্য, আপনার বন্ধু যে কথাটি বলেছে, অর্থাৎ তাকলীদ করা জরুরি- তার এ কথাটি ব্যাখ্যাসাপেক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানতে আপনি মুফতী তাকী উসমানী রচিত ‘মাযহাব কী ও কেন?’ বইটি পড়ে দেখতে পারেন।
আলবাহরুল মুহীত ৬/২০৭; আলউদ্দাহ ৪/১২১৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3348/article-details.html